Header Ads Widget

🧠 ১০ কোটি = কত মিলিয়ন? | ১০ সেকেন্ডে সমাধানের শটকাট টেকনিক

🧠 ১০ কোটি = কত মিলিয়ন? | ১০ সেকেন্ডে সমাধানের শটকাট টেকনিক

চাকরি পরীক্ষায় খুব কমন একটি প্রশ্ন—

১০ কোটি সমান কত মিলিয়ন? কিংবা ১০০ মিলিয়ন সমান কত কোটি । 

অনেকেই হিসাব করতে গিয়ে গুলিয়ে ফেলেন। কিন্তু যদি একটি সহজ শটকাট টেকনিক মনে রাখেন, তাহলে ১০ সেকেন্ডেই উত্তর বের করতে পারবেন।


📌 ছোট্ট ট্রিক মনে রাখুন: 

👉 কোটি সংখ্যার শেষে একটা ‘০’ যোগ করলে মিলিয়ন পাওয়া যায়।

উদাহরণ:

১০ কোটি → ১০০ মিলিয়ন

৫ কোটি → ৫০ মিলিয়ন

২০ কোটি → ২০০ মিলিয়ন

আবার যদি বলা হয় ৫০ মিলিয়ন সমান কত কোটি? তাহলে কি করবেন?

তাহলে এবার মিলিয়ন সংখ্যার শেষে ০ বাদ দিয়ে দিবেন । চলুন কিছু উদাহরণ দেখা যাক।

উদাহরণ:

৫০ মিলিয়ন = ৫ কোটি 

১০০ মিলিয়ন = ১০ কোটি 

২৫ মিলিয়ন = ২ কোটি ৫০ লাখ ।

কি বুঝতে পেরেছেন তো ?


Post a Comment

0 Comments