✅ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (২০টি প্রশ্ন):
১. জাতিসংঘের SDG লক্ষ্য ‘ক্ষুধামুক্ত পৃথিবী’ কোন নম্বর লক্ষ্য?
A) ১
B) ২
C) ৩
D) ৪
✔️ উত্তর: B) ২
২. ১৯৯৩–২০২০ সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে—
A) ২.৪ মিমি
B) ৪.৭ মিমি
C) ৫.৮ মিমি
D) ৬.৩ মিমি
✔️ উত্তর: C) ৫.৮ মিমি
৩. পরিবেশবান্ধব সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা—
A) ২০০
B) ২৬৮
C) ২৯০
D) ৩১০
✔️ উত্তর: B) ২৬৮
৪. ‘জরুরি অবস্থা’ জারি সংবিধানের কোন সংশোধনীতে আছে?
A) ১ম
B) ২য়
C) ৩য়
D) ৪র্থ
✔️ উত্তর: B) ২য়
৫. মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কোথায়?
A) টেকনাফ
B) মহেশখালী
C) সীতাকুণ্ড
D) পটুয়াখালী
✔️ উত্তর: B) মহেশখালী
৬. ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক কে?
A) জাফর ইকবাল
B) মাসুদ রানা
C) রকিব হাসান
D) মুহম্মদ জাফর ইকবাল
✔️ উত্তর: C) রকিব হাসান
৭. বেপজা’র ১৮তম চেয়ারম্যান কে?
A) মো. জাকারিয়া
B) মো. রশিদুল ইসলাম
C) মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
D) মেজর জেনারেল আনোয়ার হোসেন
✔️ উত্তর: C)
৮. ৯ম FII সম্মেলন কোথায় হবে?
A) আবুধাবি
B) দোহা
C) রিয়াদ
D) কায়রো
✔️ উত্তর: C) রিয়াদ
৯. বিশ্ব খাদ্য দিবস কবে?
A) ১০ অক্টোবর
B) ১২ অক্টোবর
C) ১৫ অক্টোবর
D) ১৬ অক্টোবর
✔️ উত্তর: D) ১৬ অক্টোবর
১০. উয়ারী–বটেশ্বরের ধ্বংসাবশেষের বয়স কত?
A) ১৫০০ বছর
B) ২০০০ বছর
C) ২৫০০ বছর
D) ৩০০০ বছর
✔️ উত্তর: C) ২৫০০ বছর
১১. অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী কৃষিখাতে কর্মসংস্থান—
A) ৩৫%
B) ৪৫%
C) ৫০%
D) ৫৫%
✔️ উত্তর: B) ৪৫%
১২. শহীদুল আলম ছিলেন—
A) একজন অভিনেতা
B) একজন সাংবাদিক
C) একজন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী
D) একজন শিক্ষক
✔️ উত্তর: C)
১৩. পাইকড়বাড়ী/সোমপুর বৌদ্ধবিহার কে নির্মাণ করেন?
A) গোপাল
B) ধর্মপাল
C) মহিপাল
D) জয়পাল
✔️ উত্তর: B) ধর্মপাল
১৪. মেমনা নদীর উৎস কোথায়?
A) ত্রিপুরা
B) মিজোরাম
C) আসামের লুসাই পাহাড়
D) নেপাল
✔️ উত্তর: C)
১৫. হিলি স্থলবন্দর অবস্থিত—
A) ঠাকুরগাঁও
B) পঞ্চগড়
C) দিনাজপুর
D) রাজশাহী
✔️ উত্তর: C) দিনাজপুর
১৬. বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হয়—
A) ২০১৪
B) ২০১৫
C) ২০১৬
D) ২০১৭
✔️ উত্তর: C) ২০১৬
১৭. নোবেল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়—
A) সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে
B) অক্টোবরের প্রথম সোমবার
C) নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে
D) ডিসেম্বরে
✔️ উত্তর: B)
১৮. বিশ্ব শিক্ষক দিবস—
A) ১ অক্টোবর
B) ৩ অক্টোবর
C) ৫ অক্টোবর
D) ৭ অক্টোবর
✔️ উত্তর: C) ৫ অক্টোবর
১৯. জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী—
A) ইয়ুরিকো কোইকে
B) সানাএ তাকাইচি
C) আকি তানাকা
D) মারি ইয়ামামোতো
✔️ উত্তর: B)
২০. ইসলামাবাদ–রিয়াদ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়—
A) ২০২৩
B) ২০২৪
C) ২০২৫
D) ২০২৬
✔️ উত্তর: C) ২০২৫

0 Comments