আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সহজ উপায়।
💡 আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সহজ উপায়
চলুন, ধাপে ধাপে এই অঙ্কটি বুঝে ফেলি —
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে, উহার পরিসীমা কত?
ধাপে ধাপে সমাধান:
ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = x মিটার।
তাহলে দৈর্ঘ্য = 3x মিটার।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
অর্থাৎ, 300 = 3x × x
অর্থাৎ, 300 = 3x × x
👉 তাই,
3x² = 300
x² = 100
x = √100 = 10 মিটার
x² = 100
x = √100 = 10 মিটার
তাহলে, দৈর্ঘ্য = 3x = 30 মিটার
এবার, পরিসীমা বের করি —
পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 × (30 + 10)
= 2 × 40 = 80 মিটার
= 2 × (30 + 10)
= 2 × 40 = 80 মিটার
✅ উত্তর: আয়তক্ষেত্রটির পরিসীমা = 80 মিটার।
💻 নিচে Python কোডে দেখে নিন:
# আয়তক্ষেত্রের পরিসীমা বের করার কোড
# প্রস্থ ধরা হলো x
x = 10 # প্রস্থ (মিটার)
length = 3 * x # দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ
# পরিসীমা বের করা
perimeter = 2 * (length + x)
print("আয়তক্ষেত্রের পরিসীমা =", perimeter, "মিটার")
🧮 আউটপুট: আয়তক্ষেত্রের পরিসীমা = 80 মিটার
✨ এভাবেই সহজভাবে তুমি যেকোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা পরিসীমা বের করতে পারবে!

0 Comments