Header Ads Widget

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারি ২০২৬।

📌 কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারি ২০২৬।

🔥 ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন–উত্তর



১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১২ ফেব্রুয়ারি ২০২৬

২. ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয় কবে?
উত্তর: ২৫ নভেম্বর ২০২৫

৩. সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয় কবে?
উত্তর: ৩০ নভেম্বর ২০২৫

৪. বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় (অটোমেটিক) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায়?
উত্তর: কুমিল্লা

৫. ফেলানী অ্যাভিনিউ কোথায় অবস্থিত?
উত্তর: গুলশান

৬. বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
উত্তর: ৬টি

৭. দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
উত্তর: টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

৮. ১৫ ডিসেম্বর ২০২৫ আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফন্ট যাত্রা শুরু করে?
উত্তর: জুলাই

৯. পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্যবিশিষ্ট হবে?
উত্তর: ৫ জন

১০. দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে?
উত্তর: ১৫ ডিসেম্বর ২০২৫


১১. বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি?
উত্তর: ৭০৮টি

১২. ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয়?
উত্তর: ভুটান

১৩. বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগরীয় প্লেট

১৪. সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়?
উত্তর: ১ ডিসেম্বর ২০২৫

১৫. বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি?
উত্তর: ৫৮টি

১৬. বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি?
উত্তর: ৪৮টি

১৭. বর্তমানে দেশে শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকের সংখ্যা কতটি?
উত্তর: ৬টি

১৮. ইসলামী ধারার ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ কার মালিকানাধীন?
উত্তর: রাষ্ট্রীয়

১৯. ২০২৫ সালে কতজন নারী মেগম রোকেয়া পদক লাভ করেন?
উত্তর: ৪ জন

২০. র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) কোন দেশের আধাসামরিক বাহিনী?
উত্তর: সুদান


২১. সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ ‘আবেই’ অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কী?
উত্তর: UNISFA

২২. ২০২৫ সালের অক্সফোর্ড ডিকশনারি বর্ষসেরা শব্দ কোনটি?
উত্তর: Rage bait

২৩. আকাশ থেকে আকাশে যুদ্ধে সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম কী?
উত্তর: Bayraktar KIZILELMA

২৪. Bayraktar KIZILELMA কোন দেশের মানববিহীন যুদ্ধবিমান?
উত্তর: তুরস্ক

২৫. গাজা ভূখণ্ডে ইসরাইলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?
উত্তর: Yellow Line

২৬. বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া

২৭. বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয়?
উত্তর: ব্রাজিল

২৮. ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৩ নভেম্বর

২৯. পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে?
উত্তর: আসিম মুনির

৩০. ২৬ নভেম্বর ২০২৫ আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে?
উত্তর: গিনি বিসাউ


৩১. ১ জানুয়ারি ২০২৬ ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা চালু করে?
উত্তর: বুলগেরিয়া

৩২. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে?
উত্তর: ২১টি

৩৩. জাতিসংঘ ঘোষিত ২০২৬ সাল কোন বর্ষ?
উত্তর:

  • আন্তর্জাতিক রেঞ্জল্যান্ডস ও প্যাস্টোরালিস্ট বর্ষ
  • আন্তর্জাতিক টেকসই উন্নয়নের স্বেচ্ছাসেবক বর্ষ
  • আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ

৩৪. ২০২৬ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
উত্তর: রাবাত

৩৫. ১ জানুয়ারি ২০২৬ G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: ইমানুয়েল ম্যাক্রোঁ (ফ্রান্স)

৩৬. ১ জানুয়ারি ২০২৬ ডি-৮ এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: সোহেল মাহমুদ (পাকিস্তান)

৩৭. ২৭ নভেম্বর ২০২৫ ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: লুকাস ভিলিপ (ফ্রান্স)

৩৮. ১ জানুয়ারি ২০২৬ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: বারহাম সালিহ

৩৯. আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ

৪০. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৭১টি


৪১. ১৯ নভেম্বর ২০২৫ কোন দেশ IRENA-এর ১৭১তম সদস্যপদ লাভ করে?
উত্তর: তানজানিয়া

৪২. ২ ফেব্রুয়ারি ২০২৬ কোন দেশ স্থায়ী সালিশ আদালতের ১২৭তম সদস্যপদ লাভ করবে?
উত্তর: ইন্দোনেসিয়া

৪৩. বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি?
উত্তর: ভারত

৪৪. বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: অষ্টম

৪৫. বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুদ রয়েছে?
উত্তর: ভেনেজুয়েলা

৪৬. ২০৩০ সালে ২৪তম কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: আহমেদাবাদ

৪৭. ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে?
উত্তর: মেটলাইফ স্টেডিয়াম

৪৮. ২০২৫ সালের ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরুষ ফুটবলার কে?
উত্তর: ওসমান দেম্বেলে

৪৯. ২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ কোনটি?
উত্তর: পর্তুগাল

৫০. প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে?
উত্তর: ডোনাল্ড ট্রাম্প



Post a Comment

0 Comments