এক নজরে ভেনিজুয়েলা থেকে ১৪ টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ।
১. ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত?
ক) উত্তর আমেরিকা
খ) ইউরোপ
গ) দক্ষিণ আমেরিকা
ঘ) আফ্রিকা
উত্তর: গ) দক্ষিণ আমেরিকা
২. ভেনেজুয়েলা কোন সাগরের তীরবর্তী দেশ?
ক) ভূমধ্যসাগর
খ) লোহিত সাগর
গ) ক্যারিবিয়ান সাগর
ঘ) কালো সাগর
উত্তর: গ) ক্যারিবিয়ান সাগর
৩. ভেনেজুয়েলার রাজধানী কোনটি?
ক) লিমা
খ) বোগোটা
গ) কারাকাস
ঘ) হাভানা
উত্তর: গ) কারাকাস
৪. ভেনেজুয়েলার সরকারি নাম কী?
ক) রিপাবলিক অব ভেনেজুয়েলা
খ) ফেডারেল রিপাবলিক অব ভেনেজুয়েলা
গ) বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা
ঘ) ইউনাইটেড স্টেটস অব ভেনেজুয়েলা
উত্তর: গ) বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা
৫. ভেনেজুয়েলার সরকারি ভাষা কোনটি?
ক) ইংরেজি
খ) পর্তুগিজ
গ) ফরাসি
ঘ) স্প্যানিশ
উত্তর: ঘ) স্প্যানিশ
৬. ভেনেজুয়েলার মুদ্রার নাম কী?
ক) পেসো
খ) ডলার
গ) বলিভার
ঘ) রিয়াল
উত্তর: গ) বলিভার
৭. ভেনেজুয়েলা কবে স্বাধীনতা লাভ করে?
ক) ১৭৭৬
খ) ১৮০৪
গ) ১৮১১
ঘ) ১৮২১
উত্তর: গ) ১৮১১
৮. ভেনেজুয়েলা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ক) পর্তুগাল
খ) স্পেন
গ) ফ্রান্স
ঘ) ব্রিটেন
উত্তর: খ) স্পেন
৯. ভেনেজুয়েলার শাসনব্যবস্থা কোনটি?
ক) রাজতন্ত্র
খ) সামরিক শাসন
গ) সংসদীয় ব্যবস্থা
ঘ) প্রজাতন্ত্র (প্রেসিডেনশিয়াল)
উত্তর: ঘ) প্রজাতন্ত্র (প্রেসিডেনশিয়াল)
১০. বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ কোন দেশে?
ক) সৌদি আরব
খ) ইরান
গ) ইরাক
ঘ) ভেনেজুয়েলা
উত্তর: ঘ) ভেনেজুয়েলা
১১. ভেনেজুয়েলা কোন আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য?
ক) SAARC
খ) ASEAN
গ) OPEC
ঘ) NATO
উত্তর: গ) OPEC
১২. ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে?
ক) নিকোলাস মাদুরো
খ) মারিয়া কোরিনা মাচাদো
গ) হুয়ান গুইদো
ঘ) ফিদেল কাস্ত্রো
উত্তর: খ) মারিয়া কোরিনা মাচাদো
১৩. ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ অভিযান কোনটি?
ক) অপারেশন ডেজার্ট স্টর্ম
খ) অপারেশন সাউদার্ন স্পিয়ার
গ) অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
ঘ) অপারেশন ফ্রিডম শিল্ড
উত্তর: গ) অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
১৪. ২০২৫ সালে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক অভিযানের নাম কী?
ক) অপারেশন ব্লু শিল্ড
খ) অপারেশন সাউদার্ন স্পিয়ার
গ) অপারেশন আয়রন ফিস্ট
ঘ) অপারেশন স্টিল উইং
উত্তর: খ) অপারেশন সাউদার্ন স্পিয়ার

0 Comments